শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

তানোরে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার  

তানোর (রাজশাহী) প্রতিনিধি

তানোরে চোলাই মদসহ দুজন গ্রেপ্তার  

রাজশাহীর তানোরে র্যাবের বিশেষ অভিযানে ১ হাজার ২০ লিটার চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) তানোর পৌর এলাকার কালিগঞ্জ বাজারের রায়তান বড়শো গ্রাম থেকে এসব চোলাই মদসহ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হন রাজশাহী র্যাব ৫ ব্যাটালিয়ান। 

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন, কালিগঞ্জ রাইতান বড়শো গ্রামের মৃত সুঞ্চু সিংয়ের পুত্র রতন সিং ও যোগিন্দর কুজুরের স্ত্রী সন্ধ্যা রানী। 

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল কালিগঞ্জ রাইতান বড়শো গ্রামের যোগিন্দর কুজুরের বসতবাড়িতে অভিযান চালায়। 

এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদকবিক্রেতা সন্ধ্যা রানী ও রতন সিংকে আটক করা হয়। এবং তাদের জিজ্ঞাসাবাদ শেষে তানোর থানায় সোপর্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় র্যাব।

টিএইচ